র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, অবৈধ দখলদার, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও ধর্ষণ, প্রতারকদের গ্রেফতার করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদা তৎপর রয়েছে র্যাব।
এরই ধারাবাহিকতায় জনাব মোঃ মারুফ হোসেন, বিপিএম, পিপিএম অধিনায়ক, র্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় র্যাব-১২, সিপিসি-২, পাবনার আভিযানিক দল গোপন সূত্রে জানতে পারে যে, পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন চর গড়গড়ি গ্রামে একজন মাদক ব্যবসায়ী অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ১০-০৬-২০২৪ খ্রিঃ ১৭.১০ ঘটিকায় র্যাব-১২, সিপিসি-২, পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মোঃ মনোয়ার হোসেন চৌধুরী এর নেতৃত্বে র্যাবের আভিযানিক দল পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন চর গড়গড়ি এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ রানা প্রাং (২৪), পিতা-আপে প্রাং, সাং-মাধপুর (দক্ষিণ পাড়া), থানা-পাবনা সদর, জেলা-পাবনা নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয় এবং তার নিকট থেকে ০৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়৷